বিমোহিত করা বাঁশির সুর, ফ্যাশন র্যাম্প শো আর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে উদযাপিত হলো বাংলাদেশের নিবন্ধিত উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম অন্ট্রাপ্রনার্স ক্লাব অব বাংলাদেশের (ই-ক্লাব) ফ্যামিলি নাইটস।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান সেলিব্রিটি হলে ই-ক্লাবের সদস্য, উদ্যোক্তা ও পরিবারকে নিয়ে এই অনন্য মিলনমেলা ও আনন্দ-উৎসবের আয়োজন করা হয়।
এই আয়োজনে অংশ নেন দেশের ৫০০-রও বেশি নিবন্ধিত সদস্য, স্বনামধন্য ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পী ও খেলোয়াড়বৃন্দ। অনুষ্ঠানে ফ্যাশন র্যাম্প শো করেন জনপ্রিয় ফ্যাশন ডিরেক্টর বুলবুল টুম্পা ও তার টিম।
পুরো আসরকে মাতিয়ে রাখতে গান করেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। আয়োজন শেষে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী মেজবান ডিনারের ব্যবস্থা করা হয়। আয়োজনটির টাইটেল স্পনসর স্কাইটেক সল্যুশন ও পাওয়ার্ড বাই ইভেন্ট সিটি। এছাড়াও, প্লাটিনাম স্পনসর ইন্টেরিওর স্টুডিও, নেক্স রিয়েল এস্টেট ও আইফিক্স ফাস্ট।
আয়োজনে অনুষ্ঠানটির কনভেনর ফাহমিদা আহমেদ ও কো-কনভেনর আব্দুর রহমান নিপু ছাড়াও আরও উপস্থিত ছিলেন ই-ক্লাব প্রেসিডেন্ট মো. কামরুল হাসান, সেক্রেটারি জেনারেল মো. সোলাইমান আহমেদ জিসান, ডিরেক্টর এসএম মাহমুদ শারাফাত ও মেম্বারশিপ ডিরেক্টর অবনী আহমেদ।
উল্লেখ্য, প্রায় ৭০০ নিবন্ধিত উদ্যোক্তার সমন্বয়ে গঠিত ‘ই-ক্লাব’ ২০১৭ সাল থেকে উদ্যোক্তাদের মাঝে কাজ করে যাচ্ছে। ক্লাবটি ‘ভিন্নতা’, ‘প্রসার’, ‘ইনভেস্টমেন্ট নেস্ট’, ‘বন্ধন’ প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, নেটওয়ার্কিং, ব্র্যান্ডিং, মেন্টরশিপ, বিনিয়োগ, বিজনেস কনসালটেশন, মার্কেট এক্সপোজার, রিসার্চ ও পলিসি অ্যাডভোকেসি, নারী উদ্যোক্তা উন্নয়ন, ইয়ুথ লিডারশিপ, কর্পোরেট কোলাবোরেশন, কমিউনিটি ডেভেলপমেন্ট, সোশ্যাল ইমপ্যাক্ট, গ্লোবাল কানেকশন ও ইন্টারন্যাশনাল পার্টনারশিপের মতো বহুমাত্রিক কার্যক্রমের ব্যবস্থা করছে।
















