লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে মেন্টাল হেলথ, ব্রেস্ট ও জরায়ু ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও লিফলেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম সিটির চান্দগাঁওয়ের শমসেরপাড়াস্থ হাজী চাঁদমিয়া সওদাগর উচ্চ বিদ্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।
লায়ন জেসমিন বাপ্পীর সঞ্চালনায় এবং ক্লাব সভাপতি লায়ন মির্জা মো. ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪’-এর জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু।
বিশেষ অতিথি ছিলেন ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী।
মেন্টাল হেলথ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গভর্নর সিনিয়র অ্যাডভাইজার ও চাইল্ডহুড ক্যান্সার চেয়ারপার্সন লায়ন ডা. আবদুল্লাহ আল হারুন। ব্রেস্ট ও জরায়ু ক্যান্সার বিষয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জেসমিন বেগম (অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট ও ল্যাপারোস্কোপিক সার্জন)।
সেমিনারে বক্তারা বলেন, ‘মানসিক স্বাস্থ্য ও নারীস্বাস্থ্য সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, মানসিক দৃঢ়তা ও সচেতন জীবনযাপন গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজের সক্রিয় ভূমিকা অপরিহার্য।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ইকবাল, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন চন্দন কুমার দাশ, লায়ন হোমায়রা কবির চৌধুরী, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন শিপ্রা বড়ুয়া, লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের প্রেসিডেন্ট লিও তাহিম উদ্দিন নিহাদ, আইপিপি লিও ইফতিয়াজ উদ্দিন ইফতি, জয়েন্ট ট্রেজারার ইশতিয়াক।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজে স্বাস্থ্য ও মানবিক সচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে।
















