চট্টগ্রাম: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) উদ্যোগে “এএমএল/সিএফটি কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক বেসড সুপেরভিশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) সিএসইর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় এক্সচেঞ্জের আওতাধীন স্টক ব্রোকার ও স্টক ডিলারদের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসইসির কমিশনার মো. সাইফুদ্দিন, সিএফএ। বিশেষ অতিথি ছিলেন বিএসইসির এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন কমিশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ নুরুজ্জামান ও মো. আশরাফুল হাসান, সিএসইর ম্যানেজিং ডিরেক্টর এম সাইফুর রহমান মজুমদার এবং চীফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মেহেদী হাসান।
সূচনা বক্তব্যে মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘মানি লন্ডারিং প্রতিরোধ এখন জাতীয় অর্থনীতির স্থিতিশীলতার অন্যতম চাবিকাঠি। অপ্রদর্শিত আয়ের বৈধীকরণের প্রচেষ্টাকেই মানি লন্ডারিং বলা হয়। ব্যাংক ও পুঁজিবাজার উভয় ক্ষেত্রেই এএমএল কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
মো. সাইফুদ্দিন বলেন, “মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ এখন একটি গ্লোবাল বিষয়। আমাদের পুঁজিবাজারকে এমার্জিং মার্কেটে উন্নীত করতে হলে এএমএল/সিএফটি কমপ্লায়েন্সের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।”
তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান, যেন তারা ক্লায়েন্ট যাচাই (কেওয়াইসি) ও লেনদেন পর্যবেক্ষণে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখেন।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “ট্রান্সপারেন্সি, একাউন্টিবিলিটি ও গভর্নেন্সই টেকসই পুঁজিবাজারের মূল ভিত্তি। এএমএল/সিএফটি কমপ্লায়েন্স কেবল আইনগত বাধ্যবাধকতা নয়, এটি জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক ভাবমূর্তির সাথেও সংশ্লিষ্ট।”
তিনি জানান, বিএসইসি প্রতি বছর চারটি ব্যাচে এএমএল/সিএফটি প্রশিক্ষণের আয়োজন করে থাকে এবং এটি চলতি বছরের চতুর্থ ও শেষ ব্যাচ।
কর্মশালায় মোহাম্মদ নুরুজ্জামান ও মো. আশরাফুল হাসান “এএমএল/সিএফটি কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক বেসড সুপেরভিশন” বিষয়ে বিস্তারিত উপস্থাপনা দেন।
এম সাইফুর রহমান মজুমদার বলেন, “পুঁজিবাজারে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের কাঠামোগত দায়বদ্ধতা রয়েছে। নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমে আমাদের সবাইকে এএমএল/সিএফটি আইন পরিপালনে দক্ষ হতে হবে।”
তিনি কমিশনের নির্দেশনা অনুযায়ী পুঁজিবাজারে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
















