হাটহাজারী, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ মোট ৯৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য ৪২৯ জন এবং হল সংসদগুলোর জন্য ৫০২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
হল সংসদের প্রার্থীদের মধ্যে ছাত্র হল থেকে ৩৫৬ জন, ছাত্রী হল থেকে ১২৫ জন ও হোস্টেল সংসদে ২১ জন মনোনয়ন জমা দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. একেএম আরিফুল হক সিদ্দিকী। মোট ১ হাজার ১৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ২৩৩ জন তা জমা দেননি।
হলগুলোর মধ্যে আলাওল হলে ৩৩ জন, এ এফ রহমান হলে ৩৮ জন, শাহজালাল হলে ৩৬ জন, শাহ আমানত হলে ৪৩ জন, সোহ্রাওয়ার্দী হলে ৫৩ জন, শহীদ আব্দুর রব হলে ৩১ জন, মাস্টারদা সূর্যসেন হলে ৩৭ জন, শহীদ ফরহাদ হোসেন হলে ৪৭ জন, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে ৩৮ জন, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে ২১ জন, শামসুন নাহার হলে ২২ জন, প্রীতিলতা হলে ২৬ জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ৩১ জন, বিজয় ২৪ হলে ২৯ জন, নবাব ফয়জুন্নেছা হলে ১৭ জন মনোনয়ন জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন নির্বাচনী তফসিলের আংশিক পরিবর্তন এনেছে। নতুন ঘোষণা অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ২১ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২২ সেপ্টেম্বর। ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ২৪ সেপ্টেম্বর প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ। ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে গণনা শুরু হবে।