চট্টগ্রাম: জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আর্ট গ্যালারিতে শেষ হয়েছে ৩ দিন ব্যাপী চিত্র প্রদর্শনী।
তরুণ উদীয়মান শিল্পীরা এক হয়ে তারুণ্যের শিল্পশৈলী শীর্ষক দ্বিতীয় বারের মত এ প্রদর্শনীর আয়োজন করে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ।
বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির চিত্রাঙ্কন প্রশিক্ষক শিল্পী সঞ্জিত রায়, শিল্পী সাদিয়া আক্তার, শিল্পী সাইকা পারভীন, শিল্পী শাহানারা ফেরদৌস ডালিয়া, শিল্পী সবুজ রায়, শিল্পী ফারহা সুলতানা ছুটি।
প্রদর্শনীর আয়োজক হিসেবে ছিল জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের চারুকলা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী হৃদয় চৌধুরী, চম্পক ধর, নয়ন দাশ, রাচিলা রহমান।
অনুষ্ঠানে সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ বলেন, ‘তরুণ উদীয়মান শিল্পীদের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। ১১৫ জন শিল্পী এক হয়ে এমন প্রদর্শনী আয়োজন চট্টগ্রামের সুনাম বৃদ্ধি করে।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আয়োজনে শিল্পকলার সাবেক শিক্ষার্থীদের নিয়ে এমন একটি প্রদর্শনী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
শিল্পীদের কাজের মূল্যায়ন হোক আর চিত্রকর্মের একটি অনলাইন বাজার তৈরি করার জন্য সবার প্রতি আয়াজ মাবুদ আহ্বান জানান।
আয়োজকরা জানান, চট্টগ্রামে সাধারণত প্রদর্শনী খুব কম হয়, যা হয় তাও নির্দিষ্ট প্রতিষ্ঠানের বা ব্যক্তির। তরুণ উদীয়মান শিল্পীরা তেমন প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ পায় না। তাই, এই তরুণ শিল্পীদের এক করে সবাই মিলে গত বছরের ন্যায় এই বছরও এই প্রদর্শনী আয়োজন করে। ১১৫ জন তরুণ শিল্পীর আঁকা ১২৭টি চিত্রকর্ম আর একটি স্টল প্রদর্শনীতে প্রদর্শিত হয়।
প্রদর্শনী চলে ১৩-১৫ সেপ্টেম্বর পর্যন্ত; যা ছিল সবার জন্য উন্মুক্ত ছিল।