বোয়ালখালী, চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, ‘দেশ ও জাতির ঐতিহাসিক প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠালব্ধ থেকে আজ পর্যন্ত বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই করে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় যাওযার জন্য রাজনীতি করেনা। বিএনপির রাজনীতি উন্নয়ন ও উৎপাদনের। বিএনপির রাজনীতি জনকল্যাণে। দেশ ও জাতির স্বার্থ অক্ষুণ্ন রাখাই বিএনপির মূলমন্ত্র। বিএনপি হচ্ছে গত ১৭ বছর ফ্যাসিস্ট, স্বৈরাচার আওয়ামী সরকারের অন্যায়, দুর্নীতি ও দু:শাসনের বিরুদ্ধে হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে থাকা একটি সংগঠন। আগামীতেও বিএনপির হাত ধরে গণতন্ত্র মুক্তি পাবে। জনগণ তার সব গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।’
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত ‘আলোচনা সভা’ ও ‘বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে আবু সুফিয়ান আরও বলেন, আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন। ভোটের মাধ্যমে কারা নির্বাচিত হবে, কারা সরকার গঠন করবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। কিছু কিছু কিছু দল বিএনপিকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে ফায়দা লুঠতে চায়। তারা নানাভাবে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে। কিন্তু তাদের জানা উচিত বিএনপির অবস্থান জনগণের হৃদয়ের মনিকৌঠায়। হাসিনার কোন ষড়যন্ত্রই বিএনপিকে ধ্বংস করতে পারেনি। তাই কোন ষড়যন্ত্র-চক্রান্ত করে বিএনপির অগ্রযাত্রাকে রুখে দেওয়া যাবে না। জনগণের মেন্ডেট নিয়ে বিএনপিই সরকার প্রতিষ্ঠা করবে। জনগণের ভাগ্যন্নোয়নে কাজ করবে।’
বোয়ালখালী উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক ইছহাক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান।
উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির নেতা আক্কাস মেম্বার, ওহিদুল আলম, শাহালম, নুরুল আমিন, মো. কপিল উদ্দিন। বক্তব্য দেন আবু সিদ্দিক, সিরাজুল ইসলাম, আবদুল করিম, সোলায়মান মেস্বার, আবুল বশর, মো. শওকত, নজরুল ইসলাম, মো. ইউছুপ, মো. সাইফু, আরিফ চৌধুরী ছোটন, মো. আজগর, মো. জামাল, মো. বখতিয়ার, জানে আলম, মো. সাজ্জাদ, আবদুল খালেক, মো. জামাল, মো. মোরশেদ, যুবদল নেতা ইসমাইল হোসেন চৌধুরী, আবদুল মান্নান, সায়েম উদ্দিন টিটু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক, শহীদুল্লাহ চৌধুরী মানিক, নুরুল আবছার, নজরুল ইসলাম, বাহাদুর, বোয়ালখালী পৌরসভা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ইব্রাহিম চৌধুরী, নুর হোসেন, মো. শওকত, মো. সেলিম, মীর ইলিয়াস, ছাত্র নেতা জাহেদ শাহরিয়ার, শাহাদাত হোসেন জিকু, আরমান আলম, মো. সাজ্জাদ, পারভেজ, মো. জাহেদ।