পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এই চক্ষু ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগী সেবা গ্রহণ করেন।
গাউসিয়া আই কেয়ার সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের তত্ত্বাবধানে এবং ভাটিখাইন উন্নয়ন ফোরাম ও নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে মোট ২০৫ জন রোগীকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ৩ জন রোগীর ছানি সমস্যা শনাক্ত করে তাদের অপারেশনের ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া, অন্যান্য রোগীদের বিনামূল্যে ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেন গাউসিয়া আই কেয়ার সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. নুরুল আজম হক জিকু এবং ডা. মো. সোহেল সাইমন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরঞ্জন চক্রবর্ত্তী, প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি ও ভাটিখাইন উন্নয়ন ফোরামের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান মাহবুব আলম, অভিভাবক প্রতিনিধি ও ফোরামের সদস্য জিয়াউর রহমান, ফোরামের উপদেষ্টা আশিকুর মোস্তফা তাইফু এবং প্রতিনিধি মো. রাসেদ ও উজ্জ্বল দে।
ক্যাম্পে বক্তারা বলেন, “এই আই ক্যাম্পের প্রধান উদ্দেশ্য ছিল চোখের যত্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং যারা আর্থিক কারণে চিকিৎসা গ্রহণে অক্ষম, তাদের পাশে দাঁড়ানো।”
অনুষ্ঠানে জানানো হয়, ভাটিখাইন উন্নয়ন ফোরাম সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ক্রীড়া ও কৃষি উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
চোখের চিকিৎসা নিতে আসা প্রবীণ বাসিন্দা আবদুর রহমান বলেন, “চোখের সমস্যা আমার জীবনে বড় একটি প্রতিবন্ধকতা ছিল। আজকের ক্যাম্পে এসে আমার সমস্যার সঠিক কারণ জানতে পেরেছি এবং অপারেশনের সুযোগ পেয়েছি। এই উদ্যোগ আমাদের মতো মানুষের জন্য সত্যিই আশার আলো।”
চক্ষু ক্যাম্পটি স্থানীয় জনসাধারণের ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এলাকাবাসী ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।