রাউজান, চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) চুয়েট ক্লাবের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েট ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
চুয়েট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মো. মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়েট ক্লাবের নতুন কমিটির সভাপতি অধ্যাপক এএইচ রাশেদুল হোসেন। সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বি ও ক্লাবের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ক্লাবের অর্থ সম্পাদক নাঈমুর রহমান।
এর আগে চুয়েট ক্লাবের উদ্যোগে ফল উৎসব উদযাপিত হয় এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজীয়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এতে ক্লাব চ্যাম্পিয়ন হন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বি, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জিএম সাদিকুল ইসলাম, যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম এবং আইটি বিজনেস ইনকিউবেটরের একাউন্টস অফিসার মো. আব্দুল আহাদ এবং ক্লাব রানার আপ মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল ইসলাম।