ঢাকা: ভিন্ন ধারার গণমাধ্যম দৈনিক নিরপেক্ষ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সাংবাদিক, গবেষক, কলাম লেখক ও টিভি আলোচক মহিউদ্দিন খান মোহন। তিনি বিভিন্ন সময়ে দেশের প্রথম সারির দৈনিক পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। নব্বইয়ের দশকে অধুনা লুপ্ত দৈনিক আজাদে সহকারি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি দৈনিক দিনকাল, দৈনিক দেশজনতায় সহকারি সম্পাদক ছিলেন।
তিনি অনলাইন নিউজ পোর্টাল জাস্ট নিউজ বিডি ডট কমে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া, জাতীয় দৈনিকসমূহে তিনি নিয়মিত কলাম লেখক হিসেবে সুপরিচিত। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তিনি সমধিক পরিচিত।
মহিউদ্দিন খান মোহন ২০০১-২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারি প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি চীন, থাইল্যান্ড, সৌদি আরব ও ভিয়েতনাম সফর করেছেন।
মহিউদ্দিন খান মোহনের জন্মস্থান মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মাশুরগাঁও গ্রামে। সম্পাদনাসহ তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৫।