চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সিডিএফএ-মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুধ্ব-১৩) অংশগ্রহণকারী আনোয়ারা ফুটবল একাডেমির জার্সি উন্মোচন করা হয়েছে।
আজ সোমবার (২১ এপ্রিল) সিটির টাইগারপাস্থ নগর ভবনে এই জার্সি উন্মোচন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা ফুটবল একাডেমির পরিচালক আমিন ফারুক, একাডেমির টেকনিক্যাল এডভাইজার ইমরান এমি, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাগের আহমেদ স্মৃতি সংসদের চেয়ারম্যান মো. সাদ্দাম হোসেন প্রমুখ।