চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ফটো সাংবাদিক বাচ্চু বড়ুয়া মা মন্জু রানী বড়ুয়া অষ্টম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে তার বাসভবনে পরলোক সগতি নির্বান সুখ কামনায় সংঘদান, পঞ্চশীল প্রার্থনাসহ সব ধর্মীয় আচার অনুষ্ঠান করা হ।
২০১৭ সালের ৩০ নভেম্বর সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পরলোক গমন করেন মন্জু বড়ুয়া। তিনি তিন পুত্র সন্তান, পুত্রবধু, নাতি-নাতনি রেখে গেছেন।
















