পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের বিশিষ্ট চিকিৎসক রিজওয়ান আজাদ চৌধুরী সময় লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম সিটির নাসিরাবাস্থ এয়াকুব ট্রেড সেন্টারে এলডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন পটিয়ার এ চিকিৎসক।
এ সময় এম এয়াকুব আলী বলেন, ‘আমরা চাই অর্ন্তবর্তী সরকার দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করার মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন উপহার দিবে। যার ভোট সে দিবে, যাকে ইচ্ছা তাকে দিবে, সেই গণতান্ত্রিক পদ্ধতি আমরা দেশে চালু করতে চাই।’
রিজওয়ান আজাদ বলেন, ‘খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এম এয়াকুব আলী হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আমি এলডিপিতে যোগ দিয়েছে। এলডিপির জন্য আমি আন্তরিকভাবে কাজ করে যাব।
এ সময় উপস্থিত দিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, পটিয়া পৌর এলডিপির সভাপতি আবদুর রশিদ, ব্যবসায়ী ও সমাজ সেবক জাফর আহমদ।
















