চট্টগ্রাম: ‘বর্তমান বিশ্বে মহানবী হযরত মুহাম্মদের (সা.) আদর্শই পারে আমাদের মুক্তির পথ দেখাতে। তার আদর্শ অনুসরণেই জাতীয় ও সামাজিক জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে। সব পর্যায়ে তিনি অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। তার জীবনাদর্শ হৃদয়ে ধারণ ও অনুসরণ করে মানসিক শান্তি অর্জন ও সমাজে ন্যায়-বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।’
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রামের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খতমে কোরআন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিকাল থেকে শুরু হয় খতমে কোরআন। এরপর বাদ আছর আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে মুনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তৌফিক সাঈদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইফতেখার মনির, বিজনেস ফ্যাকাল্টির সহকারী ডিন প্রফেসর এম মঈনুল হক, প্রক্টর আহমদ রাজীব চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শুরুতে বিশ্ববিদ্যালয়ের ইমাম মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন দরুদ পড়েন ও মুহাম্মদের (সা.) পৃথিবীতে আবির্ভাবের গুরুত্ব ও মহিমা নিয়ে আলোচনাপূর্বক নবীজির আদর্শকে মেনে চলার বিষয়ে উদ্বুদ্ধ করেন।
















