চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ১৩ থানা ও চট্টগ্রাম জেলার ১৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
প্রজ্ঞাপনে সিএমপির ১৩ থানার ওসির মধ্যে খুলশী থানার পরিদর্শক মো. কবিরুল ইসলাম ও
কর্ণফুলী থানার মোহাম্মদ জহির হোসেনকে পিবিআই, চান্দগাঁও জাহিদুল কবীর ও পাহাড়তলীর মোহাম্মদ কেপায়েত উল্লাহ টুরিস্ট পুলিশ, কোতোয়ালীর এসএম ওবায়দুল হক, চকবাজারের মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর, হালিশহরের মো. কায়সার হামিদ ও আকবরশাহের গোলম রব্বানীকে নৌ-পুলিশ, সদরঘাট থানার মোহাম্মদ ফেরদৌস জাহান, ডবলমুরিংয়ের ফজলুল কাদের পাটোয়ারী, বন্দর থানার মো. মনজুর কাদের মজুমদার, ইপিজেডের মোহাম্মদ হোছাইন ও পাঁচলাইশের সন্তোষ কুমার চাকমাকে সিআইডিতে বদলি করা হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম জেলার ১৭ থানার ওসির মধ্যে মোহাম্মদ সহিদুল ইসলামকে পিবিআই, আবদুল্লাহ আল হারুন, কামাল উদ্দীন ও মো. কবির হোসেনকে সিআইডি, মো. মনিরুজ্জামান, মীর মো. নুরুল হুদা ও মো. কামরুজ্জামানকে পিবিআই, জাহিদ হোসেনকে টুরিস্ট পুলিশ, চন্দন কুমার চক্রবর্তীকে পিবিআই, মির্জা মোহাম্মদ হাঁছান, জসীম উদ্দীন ও মো. আছহাব উদ্দিনকে সিআইডি, মোল্লা জাকির হোসেনকে রেলওয়ে রেঞ্জ, ওবায়দুল ইসলামকে সিআইডি, তোফায়েল আহমেদকে টুরিস্ট পুলিশ, মিজানুর রহমান ও মো. রাশেদুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ সংবাদ মাধ্যমকে ব্যাপারটি নিশ্চিত করেছেন।
















