পটিয়া, চট্টগ্রাম: দৈনিক পূর্বদেশের সাবেক স্টাফ রিপোর্টার, অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার সাংবাদিক ইকবাল হোসেনের পিতা ফোরক আহমদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
রোববার (৮ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
ফোরক আহমদ চট্টগ্রাম জেলার পটিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা পেঠান মুন্সির বাড়ির মরহুম এজাহার মিয়ার ছেলে।
রোববার (৮ সেপ্টেম্বর) বাদ আছর স্থানীয় হেলাল মোল্লা জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
ফোরক আহমদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। সিইউজের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়াও শোক জানিয়েছেন পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা। শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
















