সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের পাক্কা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হল কাউসার আলম (৪৪) ও তার কন্যা শিশু তাসনীম (৫)।
নিহত কাউসার উত্তর সলিমপুর গ্রামের মৃত মফিজুল আলমের পুত্র।
জানা যায়, শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে আসার পথে পিছন থেকে একটি ট্রাক চাপা দিলে তারা দুইজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ব্যাপারটি নিশ্চিত করেছেন।
















