চট্টগ্রাম: এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ বাংলাদেশে পাশ করা শিক্ষার্থীদের চট্টগ্রাম অঞ্চলের ব্যাচভিত্তিক সংগঠন চট্টগ্রাম ০৭০৯ গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) চট্টগ্রাম সিটির একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ফেসবুক ভিত্তিক গ্রুপটির এডমিন ফোরকান রাসেল জানান, গ্রুপটি ২০১৯ সালের ১৬ আগস্ট সৃষ্টি হওয়ার পর থেকে ব্যাচমেট বন্ধু-বান্ধবীদের মাধ্যমে অসুস্থ ব্যাচমেটকে আর্থিক সহযোগিতা, এতিম শিশুদের খাবার প্রদান, শীতকালে বস্ত্র বিতরণ, মাদ্রাসায় আসবাবপত্র প্রদান, গরীব শিশুদের ঈদ উপহার বিতরণ, অটিজম স্কুলে শিক্ষা সামগ্রী সরবরাহ, করোনাকালীন ত্রাণ সরবরাহসহ নানা সামাজিক কর্মকান্ডে নিয়োজিত রয়েছে এবং নিয়োজিত রাখবে ভবিষ্যতেও।
ব্যাচমেট বন্ধু-বান্ধবীদের নিয়ে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে কাজ করার জন্য এ ইফতার মাহফিলের আয়োজন বলে জানান আরেক এডমিন মো. সাজু।
গ্রুপের অন্যতম সদস্য মাজিদ বলেন, ‘বন্ধু-বান্ধবীদের সঙ্গে নিয়ে ভাল কাজ করা তাদের কাজ। এ ইফতার মাহফিল বা পুনর্মিলনী আয়োজনে একে অপরকে চিনতে ও জানতে পারে; যা বিশ্বাসযোগ্যতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে যে কোন সমাজসেবামূলক কাজে সহযোগিতার হাত বাড়িতে দিতে সহযোগিতা করে।’
বন্ধুত্ব নিঃস্বার্থ ও ভালবাসাপূর্ণ এক সম্পর্ক; যা এমন এক শক্তি একজোট হয়ে গড়া যায় অনন্য ইতিহাস। মনুষ্যত্ব বিকাশ পাক, সমাজ পরিবর্তন হোক ভাল কাজের মাধ্যমে এমন বন্ধুত্বের ছোঁয়ায়।
















