চট্টগ্রাম: জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী আইনজীবী পরিষদের (নুয়েসলা) ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ মার্চ) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি এডভোকেট মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও এডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আশরাফ হোসাইন চৌধুরী রাজ্জাক, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, এডভোকেট রতন কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রশিদ, এডভোকেট আইয়ুব খান, এডভোকেট এএইচএম জিয়াউদ্দিন, সাইবার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট কাশেম কামাল, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসাইন, আরশাদুর রহমান রিটু, মানব পাচার ট্রাইব্যুনালে স্পেশাল পিপি এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, নুয়েসলার উপদেষ্টা এডভোকেট তসলিম উদ্দিন চৌধুরী, এডভোকেট হামিদুর রশিদ চৌধুরী, এডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন, এডভোকেট মোহাম্মদ ফজলুল বারী, এডভোকেট খাইরুদ্দিন মোহাম্মদ হিরো, এডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন, এডভোকেট পেয়ার হোসেন পিয়ারু, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর স্পেশাল পিপি এডভোকেট ফিরোজ উদ্দিন তারেক, নুয়েসলার সাবেক সভাপতি এডভোকেট আফসার উদ্দিন হেলাল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আলাউদ্দিন আল আজাদ, এডভোকেট আরিফুজ্জামান, এডভোকেট অলি আহমেদ, এডভোকেট আমির খসরু চৌধুরী, ইফতার মাহফিল উপ-কমিটির আহ্বায়ক এডভোকেট সেকান্দার চৌধুরী, সদস্য সচিব এডভোকেট মাসুদুর রহমান, কার্যকরী কমিটির নেতা এডভোকেট ইকবাল হোসেন, এডভোকেট লোকমান হোসেন, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট এরশাদ হোসেন, মির্জা ইকবাল, এডভোকেট বিবেকানন্দ চৌধুরী।
















