ঢাকা: স্মার্টফোন কোম্পানি রিয়েলমি বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে ব্র্যান্ডের সেরা এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট রিয়েলমি নোট ৫০। ‘লং-লাস্টিং ভ্যালু কিং’ নামে সুপরিচিত এ ফোনের মাধ্যমে স্মার্টফোন প্রেমীরা পাচ্ছেন দীর্ঘ-স্থায়িত্বের নিশ্চয়তার পাশাপাশি একেবারে কম ব্যয়ে একটি অত্যাধুনিক স্মার্টফোন কেনার সুযোগ। অসাধারণ এ ডিভাইসটির দাম শুরু হয়েছে মাত্র দশ হাজার ৯৯৯ টাকা থেকে।
নির্ভরযোগ্যতা ও গুণগত মানের একটি সমন্বিত প্রতিফলন দেখা যায় রিয়েলমি নোট ৫০ স্মার্টফোনটিতে। এ দাম সীমার মধ্যে এটাই একমাত্র ফোন, যাতে রয়েছে ‘আইপি৫৪ রেটিং’ এর পানি ও ধূলা-রোধী সার্টিফিকেশন। আরো রয়েছে একটি কঠিন গ্লাস স্ক্রিন ও একটি শক্তিশালী ইন্টারনাল ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো, যা পড়ে গেলেও ফোনটিকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। রিয়েলমির অক্লান্ত আরঅ্যান্ডডির (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) মাধ্যমে ৪৮ মাস পর্যন্ত একটি টেকসই মসৃণ অভিজ্ঞতা পেতে এ ফোনের প্রতি আস্থা রাখতে পারেন ডিভাইস ব্যবহারকারীরা।
স্কাই ব্লু ও মিডনাইট ব্ল্যাক- দুই ধরনের ব্যাক কাভার ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ব্যাক কাভারের রং ও এর স্টাইলিশ রাইট-অ্যাঙ্গেল এজের কারণে স্মার্টফোনটিতে বৈচিত্র্যময়তার পাশাপাশি সাধারণত্বের এক দারুণ সংমিশ্রণ ঘটেছে। মাত্র সাত দশমিক ৯৯ মিলি মিটার পুরুত্ব ও ১৮৬ গ্রাম ওজনের এ ফোনটি কিনলে টেকপ্রেমীরা পাচ্ছেন এ মূল্যের মধ্যে সবচেয়ে পাতলা বডির একটি অনন্য ডিভাইস। একই দামের প্রতিযোগী স্মার্টফোনগুলোর সাথে তুলনা করলে, রিয়েলমি নোট ৫০ ব্যবহারকারীরা আরো আরামদায়কভাবে হাতে নিয়ে ফোন ব্যবহার করা উপভোগ করবেন নিঃসন্দেহে। নান্দনিকতা ও নির্ভরযোগ্য মান- উভয়ের স্বাদ ডিভাইস প্রেমীদের দিতে এ স্মার্টফোনটি নিয়ে হাজির হয়েছে রিয়েলমি।
সাশ্রয়ী দামে গ্রাহকদের স্মার্টফোন কেনার চাহিদায় ‘রিয়েলমি নোট ৫০’ নিজেকে অনেকটাই এগিয়ে রেখেছে। এ ডিভাইসে রয়েছে সেরা মানের ছয় দশমিক ৭৪ ইঞ্চি ফুল-স্ক্রিন ডিসপ্লে, যেটিতে রয়েছে আকর্ষণীয় ৯০ দশমিক তিন শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও; ফিচার ও নির্ভরযোগ্যতা উভয় ক্ষেত্রেই স্মার্টফোনটি কম্পিটিটরদের পেছনে ফেলবে। ৫৬০ নিটসের পিক ব্রাইটনেস দেবে বিশেষ আউটডোর ক্লিয়ারিটি, এর সাথে যুক্ত হয়েছে স্মুথ ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ওয়াইড কালার গেমুট, যেটি অসাধারণ অভিজ্ঞতা দেবে। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা পারফরম্যান্সের ডিভাইসটি নয়া মানদণ্ড তৈরি করছে, যেটি মানসম্পন্ন ডিভাইস তৈরিতে রিয়েলমির প্রতিশ্রুতিই পুর্নব্যক্ত করে।
রিয়েলমি নোট ৫০-এ রয়েছে অক্টা-কোর প্রসেসর ও ঈর্ষণীয় ২৪৫,৩৪৩ আনটুটু বেঞ্চমার্ক স্কোর এবং এটি সুপার গেমিং পারফরম্যান্সের গ্যারান্টি দিচ্ছে, সেইসাথে কোন ধরনের ঝামেলা ছাড়াই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা যাবে। ডিভাইসটি (চার জিবি+৬৪ জিবি) ও (চার জিবি+১২৮ জিবি) ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ফলে, যথেষ্ট স্টোরেজ সুবিধা কাজে লাগিয়ে নির্বিঘ্নে স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন স্মার্টফোনপ্রেমীরা। মোবাইলটিতে আছে পাঁচ হাজার এমএএইচের বৃহৎ ব্যাটারি, যেটি সর্বোচ্চ ১০৬ ঘণ্টা পর্যন্ত একটানা মিউজিক উপভোগের সুযোগ করে দিচ্ছে ব্যবহারকারীদের। সবমিলিয়ে এন্ট্রি-লেভেলের এ স্মার্টফোনটি এ দামের মধ্যে অন্যান্য ডিভাইসের তুলনায় সেরা সার্ভিসই দেবে গ্রাহকদের।
রিয়েলমি নোট ৫০ এর চার জিবি+৬৪ জিবি ভ্যারিয়েন্ট আকর্ষণীয় দশ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ও চার জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্ট কেনা যাবে ১১ হাজার ৯৯৯ টাকায়। রিয়েলমি নোট ৫০ এর উন্মোচন নিয়ে আরো তথ্য জানতে ভিজিট করুন রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট https://www.realme.com/bd/realme-note50 এ।