আন্তর্জাতিক ডেস্ক :
দিন যতই যাচ্ছে করোনা পরিস্থিতি ততই বেড়ে চলছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ১০ হাজার ৬৫৫ জন। একই সময়ে এই ভাইরাসে শনাক্ত হয়েছেন ৩৬ লাখ ৫৫ হাজার ৪৬৭ জন মানুষ।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসার রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৫ লাখ ৫৫ হাজার ৩৩০ ও ৩ হাজার ২৪৪ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৯৯ হাজার ৪৫১ জন। আর শনাক্ত হয়েছে ৭ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৯৮২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিকে উর্ধ্বমুখী দেশের তালিকায় রয়েছে- ভারত, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ইতালি, স্পেন, জার্মানিম, আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, পেরু, কানাডা, বেলজিয়াম, পর্তুগাল, অস্ট্রেলিয়া, জাপান ও সুইডেন।
















