আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৩১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২৫ লাখ ৭৬ হাজার ৫৩৪ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৩৫ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ১০৭ এবং ৫৬ লাখ ১৬ হাজার ৭৭ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৪ লাখ ১১ হাজার ৪০৩ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ কোটি ৯৮ লাখ ৫১ হাজার ৯২০ জনে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তের তালিকায় থাকা শীর্ষ দেশগুলো রয়েছে- যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ইতালি, কলম্বিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, পেরু ও ভিয়েতনাম।
গত একদিনে রাশিয়াতে মৃত্যু হয়েছে ৬৭৯ জনের আর শনাক্ত হয়েছে ৬৩ হাজার ২০৫ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১ কোটি ১১ লাখ ৮ হাজার ১৯১ এবং ৩ লাখ ২৬ হাজার ১১২ জনে।
গত ২৪ ঘণ্টায় ভারতেও শনাক্তের হার কম নয়, নতুন করে ৩ লাখ ৬ হাজার ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ৪৭৪ জনের। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৩ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৩২৮ এবং ৪ লাখ ৮৯ হাজার ৮৯৬ জনে।
















