অনলাইন ডেস্ক
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও শনাক্ত দুটোই বেড়েছে। গত একদিনে নতুন করে ১১ লাখ ৫৩ হাজার ৫১০ জন আক্রান্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪২০। এর আগের দিনি করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা ছিল ২ হাজার ৯৫২ ও ৮ লাখ ২৩ হাজার ৬১২ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও শনাক্তের হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবার (৪ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।
করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৬১ হাজার ৩০৭ জনের। আর মোট শনাক্ত হয়েছে ২৯ কোটি ১৫ লাখ ১ হাজার ১৩৫ জন।
গত একদিনে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে ৩ লাখ ৭১ হাজার ১৮৫ জন। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭১১।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়াতে ৮১১ জনের। আর সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে ১১ লাখ ৫৩ হাজার ৫১০ জনের।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু দিক দিয়ে শতক অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র ৩৮৫, ভারত ১২৩, তুরস্ক ১২৯, ইতালি ১৩৩, ভিয়েতনাম ২২১ জন।
















