নিজস্ব প্রতিবেদক :
রাত পোহালেই শুরু হবে বিয়ের আনুষ্ঠানিকতা, আয়োজনও শেষ পর্যায়ে। উৎসবের অপেক্ষায় পুরো গ্রাম। কিন্তু হঠাৎ করেই চিৎকার চেঁচামেচি। বিয়ের আগের দিন পাত্র পক্ষের টাকা হাতিয়ে উধাও কনে পক্ষ। এমনই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের কাটনিতে।
পুলিশ সূত্রে জানা যায়, পাত্রী এবং তার বাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে ছেলের বাড়ি থেকে বেশ কয়েক দফায় ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
পাত্রের মা জগদম্বা দীক্ষিত (৭৬) কেমোর থানায় পাত্রী এবং তার বাড়ির সদস্যদের নামে একটি লিখিত অভিযোগ করেছেন। যেখানে তিনি লিখেছেন, বসন্ত লাল দীক্ষিত ও রাজেশ দীক্ষিত তার দুই ছেলে। তারা দু’জনই অবিবাহিত। তাদের জন্য দুই বিয়ের সম্বন্ধ নিয়ে আসেন অরুণ কুমার তিওয়ারি। সতনার বাসিন্দা ববিতা তিওয়ারির দুই মেয়ে সাধনা এবং শিবানি তিওয়ারির জন্য সম্বন্ধ আনেন।
মেয়ে দুটিকেই পছন্দ হওয়ায় জগদম্বার বিয়ে পাকা করেন। মেয়ের বাড়ির আর্থিক অবস্থা ভালো নয় বলে মেয়ের সাজানো কাকা ও মামা দফায় দফায় ২ লাখ টাকা নেন।
বিয়ের আগের দিন ববিতা ছেলের বাড়িতে ফোন করে জানায় এক নিকট আত্মীয়ের মারা যাওয়ায় এখনই বিয়ে দেয়া সম্ভব হচ্ছে না। এরপর ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে খোঁজ নিয়ে দেখা যায়, সেখানে এ রকম কোনও পরিবারে অস্তিত্ব পাওয়া যায়নি। পুরোটাই ছিল নকল।
















