নিজস্ব প্রতিবেদক :
সবশেষ ইউরোতে ক্রিস্টিয়ান এরিকসেন কিংবা বার্সেলোনার জার্সি গায়ে কুন আগুয়েরো। খেলার মাঠে ফুটবলারদের হার্ট অ্যাটাকের দৃশ্য নতুন কিছু নয়। যদিও এরিকসেন-আগুয়েরোরা প্রাণে বেঁচে গিয়েছিলেন। তবে এবার সেই ফুটবল মাঠেই প্রাণ হারানোর দৃশ্য দেখলো বিশ্ব।
ওমানের ঘরোয়া লিগে ঘটেছে এমন হৃদয়বিদারক ঘটনা। হার্ট অ্যাটাকে মাঠেই প্রাণ হারিয়েছেন ২৯ বছর বয়সী ডিফেন্ডার আল-রাকাদি। তরুণ এই ফুটবলারের মৃত্যুতে শোকাগ্রস্ত দেশটির ফুটবল অঙ্গন। খবর দ্যা সানের।
ওমান ফুটবল লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচ ছিল মাসকাট এফসি ও আল-সুয়াইক এফসির। ম্যাচের আগে গা গরম করার সময় আল-রাকাদির হার্ট অ্যাটাক হয়। অ্যাম্বুলেন্স ডেকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়েছে।
রাকাদির ক্লাব মাসকাট টুইটারে জানিয়েছে, ‘আল্লাহর ইচ্ছা মেনে নিয়ে মাসকাট স্পোর্টস ক্লাবের পরিচালকেরা এবং এর সংশ্লিষ্ট সবাই আল-রাকাদির পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁকে মাফ করে দিক।’
এ বছরের শুরুতেই মাসকাট ক্লাবে যোগ দিয়েছিলেন আল-রাকাদি। তার মৃত্যুর পর ম্যাচটি বাতিল করেছে মাসকাট এফসি। লিগে সবার নিচে আছে ক্লাবটি।
















