নিজস্ব প্রতিবেদক :
ফের হাসপাতালে ফুটবল কিংবদন্তী পেলে। কোলন টিউমারের চিকিৎসা করাতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেওয়া হয়েছে ৮১ বছর বয়সী সাবেক এই ফুটবলারকে। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
তবে পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ‘রোগী স্থিতিশীল আছেন। আমাদের অনুমান অনুযায়ী, কয়েক দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে।’
গত সেপ্টেম্বরে টিউমারের অপারেশন করিয়েছিলেন পেলে। সেবার প্রায় মাসখানেক হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তিনবারের বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে। হাসতাপাল কর্তৃপক্ষ তখন জানিয়েছিল, কেমোথেরাপি দিতে হবে পেলেকে।
সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্যগত বেশ কয়েকটি সমস্যার ভেতর দিয়ে যেতে হচ্ছে সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলারকে। এর আগে করা অস্ত্রোপচারের কারণে অন্য কারও সহায়তা ছাড়া চলাফেরা করতে পারেন না তিনি।
















