প্রথমবারের মতো শনাক্তহীন দিন দেখলো চট্টগ্রাম। শুধু শনাক্তই নয়, মৃত্যুহীনও দিন পার করেছে চট্টগ্রাম।
রবিবার (২১ নভেম্বর) চট্টগ্রামের সরকারি বেসরকারি মোট ৭টি ল্যাবে সর্বমোট ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে একজনেরও ফলাফল পজিটিভ পাওয়া যায়নি। কোন মৃত্যুও ছিল না রবিবার ২১ নভেম্বর।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
এর আগে গত শনিবার (২০ নভেম্বর) চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৩ জন। এ সময় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
সেদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দাঁড়িয়েছিল প্রায় শূন্য দশমিক ২১ শতাংশে।
















