আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার খানহাট বাজারের দোতলা বাসা থেকে কাসেম ফকির (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৭ নভেম্বর) সকাল এ মরদেহ উদ্ধার হয় বলে জানিয়েছেন পুলিশ।
নিহত ব্যক্তি কাসেম ফকির (৬৫)। তিনি ওই এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।তবে তিনি বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, রবিবার সকালের দিকে মরদেহের খোঁজ পাওয়া যায়। তার বসবাসরত নিজ রুমে দড়িতে ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। স্থানীয় লোকজন এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
চন্দনাইশ থানার উপ পরিদর্শক (এসআই) হাছান উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
















