খুলশী থানার জালালাবাদ এলাকায় বাড়ির মালিক মো. নেজাম পাশা খুনের ঘটনায় মূল আসামী বাড়ির কেয়ারটেকার মো.হাছান (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। টাকার লোভেই কামাল পাশাকে খুন করে বলে পুলিশের কাছে স্বীকার করে হাছান।
পুলিশ জানায়, ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত দিনটার দিকে খুলশী থানার জালালাবাদ এলাকায় নির্মাণাধীন বাড়ি দেখাশুনা করতে গেলে খুন হন বাড়ির মালিক কামাল পাশা। পরে স্থানীয় লোকজন ময়লার স্তুপের মধ্যে হাত পা বাধা অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল মর্গে পাঠায়। এদিকে ঘটনার পর নিহত কামাল পাশার স্ত্রী বাদি হয়ে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ মামলার প্রধান আসামী মো. হাছানকে রিয়াজ উদ্দিন বাজার এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ টি মোবাইল সেট, নগদ দুইহাজার পাঁচশ টাকা, ১টি প্লাস ও ১টি স্কচ টেপ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি ) শাহিনুজ্জামান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় রিয়াজ উদ্দিন বাজার এলাকা থেকে মো.হাছানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকার লোভে বাড়ির মালিক কামাল পাশাকে খুন করেছে বলে স্বীকার করেছে। আমরা আদালতের মাধ্যমে রিমান্ডে এনে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করবো এ ঘটনায় অন্যকেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় নিয়ে আসবো।
















