করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৯৬ জনে। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ জন। এরমধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ এক হাজার ৬৮০ জনে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন সূত্রে জানা যায় , গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৮৫ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার এক দশমিক ৪৩ শতাংশ। আবার আক্রান্তদের মধ্যে নগরে ১৩ জন এবং উপজেলার চারজন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে একজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে চারজন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে আটজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন এবং ইপিক হেলথকেয়ার ল্যাবে দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
















