বিপ্লব দাশ, চকরিয়া প্রতিনিধি।
কক্সবাজার চকরিয়ায় পারিবারিক কলহের জের ধরে রাগের মাথায় বাবার দায়ে’র কোপে মামুন(০৫মাস) বয়সী এক শিশু সন্তান মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হারবাং ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন ওই গ্রামের এহেছান ও আয়েশা দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে এহেছান ও আয়েশার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে এহেছান ক্ষুব্ধ হয়ে আয়েশার বাড়ি থেকে পাঠানো সবকিছু কেটে ফেলছিলেন। ওই সময় তিনি অন্ধকার রুমে থাকা দোলনায়ও কোপ দেন। সে কোপ দোলনায় থাকা শিশু মামুনের মাথায় লাগে। পরে গুরুতর আহত মামুনকে চকরিয়া জমজম হাসপাতালে নিয়ে যান আয়েশা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হারবাং পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মানিক কুমার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
















