নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অবহেলায় নালায় ডুবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহেরিন সাদিয়া মাহবুবের (২০) মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র (চসিক) এম রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে নগরের আগ্রাবাদ মোড় এলাকার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চসিক মেয়র বলেন, বর্তমানে দেওয়ানহাট থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বাস্তবায়ন করছে সিডিএ। উন্নয়ন কাজ চলমান থাকায় সড়কটির যাবতীয় বিষয় দেখভাল করার দায়িত্বও সিডিএর। চসিকের এখানে তেমন কাজ নেই। সিডিএর অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, এ এলাকায় ফুটপাত আছে মাত্র দেড় ফুট। এতো ছোটো জায়গা দিয়ে হাঁটতে গেলে দিনের বেলাও তো মানুষ পড়ে যাবে। রাতে মেয়েটি পা পিছলে পড়ে গেছে। সিডিএ চাইলে কিছু একটা দিয়ে নালাটা চিহ্নিত করে দিতে পারতো। এভাবে দিলে হয়তো দুর্ঘটনাও ঘটতো না। জনগণের জন্য উন্নয়ন। জীবন রক্ষা করতে না পারলে কিসের উন্নয়ন? যে সংস্থা উন্নয়ন করুক না কেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হবে।
সিটি করপোরেশন যেখানে যেখানে কাজ করছে সেখানে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান চসিক মেয়র।
গতকাল (সোমবার) রাতে আগ্রাবাদ মোড় এলাকার নালায় ডুবে মৃত্যু হয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ছাত্রী সেহেরিন সাদিয়া মাহবুবের। সাদিয়া ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী ছিলেন। তিনি নগরের হালিশহরের বড়পুল এলাকার বাসিন্দা ও প্রবাসী মোহাম্মদ আলীর বড় মেয়ে।
এর আগে গত ২৫ আগস্ট নগরের মুরাদপুর মোড় এলাকার একটি নালায় সালেহ আহমদ (৫০) নামে এক ব্যক্তি তলিয়ে যান। এক মাস পেরিয়ে গেলেও এখনো তার খোঁজ মেলেনি।
















