চট্টগ্রামের আনোয়ারা শোলকাটা এলাকা থেকে ১,৫০০ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে (পিএবি) সড়কের শোলকাটা এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— মো. সাইফুল ইসলাম (২৩) আব্দুল কাইয়ুম (১৯) ও নওশা মিয়া (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর বলেন কয়েকজন মাদক ব্যবসায়ী কক্সবাজার হতে চট্টগ্রামে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে শোলকাটা এলাকায় বিশেষ অভিযানে নিয়োজিত পুলিশের একটি টিম সাইফুল ইসলাম, আবদুল কাইয়ুম, ও নওশা মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থাকা ১৫০০ হাজার পিস ইয়াবা উদ্ধার উদ্ধার করা হয়।
আনোয়ারা থানায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
















