মোহাম্মদ সাইফু
আমি এমনো অনেক পোশাক দেখেছি,
যার ভেতরে নেই কোন মানব দেহ,
আছে শুধু কাঠের পুতুল।
যা দেখে রাস্তায় পড়ে থাকা শিশুর
বুক ফাটানোর আহাজারি স্রোত।
অর্থ নেই, সামর্থ্যে ছিঁটেফোঁটাও নেই,
আছে শুধু স্বপ্নের রঙিন পোশাকটা।
ধরা যাবে না, ছুঁয়ে দেখাটা কল্পনা,
কাঁচের ঘরে বন্ধি নিশ্বাস বিহীন দেহ।
এক এক করে জমলো কিছু টাকা
শপিং মলে স্বপ্ন ছুঁতে গিয়ে দেখি
প্রাণহীন কাঠের পুতুলটাই ফাঁকা।
মন ভরা কান্না নিয়ে ফিরলো
ছোট্ট দেহের পথ শিশু খোকা।
















