প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই ধারাবাহিকতায় আজ ‘মানবতার জননী’ শীর্ষক নামক অনুষ্ঠানটি আজ ২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী’র ভেরিফাইড ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হবে।
বিশেষ নৃত্যানুষ্ঠান নিয়ে থাকছে ওড়িশী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম এর নৃত্যশিল্পীরা।
নৃত্য নিবেদনে থাকছে-নিবিড় দাশ গুপ্তা,অর্জিতা সেন চৌধুরী, মৈত্রী চক্রবর্তী, ঈষিকা দাশ, বৈশাখী বড়ুয়া, শ্রাবণী ধর। নৃত্য ভাবনা,পরিকল্পনা ও পরিচালনায় আছেন-নৃত্যশিল্পী প্রমা অবন্তী। সংগীত সংমিশ্রণ করেছেন জয়িতা দত্ত, অর্জিতা সেন চৌধুরী ও অভ্র বড়ুয়া।
আবহ প্রক্ষেপণে আছেন;অভ্র বড়ুয়া।
দৃশ্য নির্মান ও সম্পাদনা করেছেন আরিফ।
প্রযোজনা-ওড়িশী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম এ ছাড়াও অনুষ্ঠানটি ওড়িশী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার এর পেইজেও সরাসরি সম্প্রচারিত হবে।
















