বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা স্টিয়ারিং কমিটির সভা আজ বিকালে চন্দনাইশ পূজা পরিষদের কাতপাড়াস্থ স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় স্টিয়ারিং কমিটির সকল সদস্যদের দীর্ঘক্ষণের ভ্রাতৃত্ব পূর্ণ আলোচনায় ও সর্বসম্মতিতে বিশিষ্ট রাজনীতিবিদ চন্দনাইশের সনাতনী সমাজের অহংকার বাবু বলরাম চক্রবর্তী কে সভাপতি ও সাবেক ছাত্রনেতা সনাতনী সমাজের প্রিয় মুখ বাবু অমিতাভ চৌধুরী টিটো কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বাবু সমিরন দাশ তপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাবু উৎফল রক্ষিত,বাবু বলরাম চক্রবর্তী, ডাঃ কাজল বৈদ্য, বিষ্ণুযশা চক্রবর্তী, অমিতাভ চৌধুরী টিটো, অলক কুমার দে, ভবসংকর ধর, বিকাশ চন্দ্র দে, কৃষ্ণ চক্রবর্তী, বাবলু দাশ, রুবেল দাশ প্রমুখ।
















