কায়সার হামিদ মানিক, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে নিহত মো. ফারুক (২৮) নামে এক ব্যাটারী চালিত রিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ১২টার দিকে সাহারবিল ইউনিয়নের জোলার পাড়ায় নির্মিতব্য রেল লাইনের উপর থেকে নিহত চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে বুধবার রাত পৌনে ১২ টার দিকে স্থানীয় এক ব্য্যক্তি লাশ দেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়।
নিহত রিক্সা চালক মো. ফারুক উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বার আউলিয়া নগর গ্রামের মো. নুরুল আলমের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ ধারণা করছেন, মধ্যরাতে কে বা কারা ভাড়ায় যাওয়ার অজুহাতে চালক ফারুকের রিক্সায় ছড়ে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। কিন্ত কেন বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো উদঘাটন হয়নি।
লাশ উদ্ধার করা থানার উপপরিদর্শক সরোয়ার জাহান মেহেদি জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তার পেটের ডান পাশে ও বাম হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। এসময় লাশের পাশ থেকে রক্ত মাখা ছুরি, ব্যাটারী চালিত অটোরিক্সা ও তার পকেটে থাকা টাকা উদ্ধার হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মুহাম্মদ যুবায়ের বলেন, রিক্সা চালককে কে, কেন বা কারা হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।