চট্টগ্রামের বায়েজিদ সংযোগ সড়কের ওমেন ইউনিভার্সিটি এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ অবস্থায় মো. সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৭ জুন) দিবাগত রাতে থানার এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মো. সাইফুল ইসলাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) রাতে সাইফুল বায়েজিদ সংযোগ সড়কের ওমেন ইউনিভার্সিটি এলাকায় অস্থায়ী চেকপোস্টে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ আত্মরক্ষার্থে পালটা গুলি করলে আসামি সাইফুল গুলিবিদ্ধ হয়। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আবদুর রউফ বলেন, ‘আসামি সাইফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।