মোঃ শহিদুল ইসলাম রানা, বান্দরবান: বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান, এ পর্যন্ত বান্দরবানে ৭ হাজার ৩শত ৯জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৬ হাজার ৬শ ৮০জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, এদের মধ্যে ১হাজার ১৮জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এবং ৯৯২জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।
গেল ২৪ ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ৩জন, আক্রান্তদের মধ্যে ২জন নাইক্ষ্যংছড়ি ও ১জন লামা উপজেলার বাসিন্দা। তিনি আরো জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫জনের মৃত্যু হয়েছে।
এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮ হাজার ২জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৫ হাজার ৬শত ২৩জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।