আনোয়ারা উপজেলায় পৃথক অভিযানে ২ জন মাদক কারবারিসহ ৩ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ জুন) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বলে সত্যতা নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ডিউটি অফিসার এস আই সাহিদ হোসাইন ।
গ্রেফতারকৃতরা হলেন , বরুমচড়া ইউনিয়নের সওদাগর দিঘীর পাড়ের দক্ষিণে মেহেরুর বাপের বাড়ির থেকে ৬০০ পিস ইয়াবাসহ কবির আহমদের পুত্র শফিউল আলম ( ৩৫), চাতরী এলাকায় রান্না ঘর থেকে ২০০ লিটার চোলাই মদসহ শাহ আলমের স্ত্রী শামশুর নাহারকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। এছাড়া ও ১জন নিয়মিত মামলা ও ২জন ওয়ারেন্টভুক্ত ।তারা হলেন আবদুল মান্নান (৫০),আবদুল মালেক (২৯),দোলন মজুমদার(৩০) ।
এস আই সাহিদ হোসাইন জানান এসব ঘটনায় থানায় দুটি পৃথক মামলা হয়েছে। বুধবার (১৬ জুন) দুপুরে তাদের আদালাতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।