মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের অর্থায়নে কর্ণফুলী উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-(৯) মো.সাখাওয়াৎ হোসেন।
বুধবার (১৬ জুন) দুপুরে উপজেলার কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে নির্মিত এসব ঘর পরিদর্শন করেন তিনি। ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের ৫ টি ঘর নির্মাণ করা হচ্ছে।
এ সময় কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
পরিচালক মো.সাখাওয়াৎ হোসেন জানান, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে এসব ঘর নির্মাণ করা হচ্ছে। মুজিব বর্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী এমন ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর ঘেষণা অনুযায়ি আশ্রয়ণ প্রকল্প (ক) শ্রেণীর আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন পরিবার এসব বাডড়ি পাচ্ছে। এ লক্ষে গৃহ নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
পরিদর্শনকালে তিনি নির্মাণ কাজের উপকরণের মান এবং নির্মাণ কাজ এগিয়ে নিতে নির্দেশনা দেন।