রিয়াদ হোসেন, আনোয়ারা: আনোয়ারা উপজেলায় অবৈধ পন্থায় ডলার বেচা-কেনার দায়ে চার হাজার আটশত মার্কিন ডলারসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।
গ্রেফতারকৃত অবৈধ ডলার ব্যবসায়ী নাম ওসমান গনি (৩৮)। এসময় তার কাছ থেকে এক লক্ষ ৬৭ হাজার টাকা নগদ অর্থ পাওয়া যায়।
বুধবার (১৬ জুন) বিকেল ৪টার সময় উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের মোহছেন আউলিয়া মাজারের সামনে রুস্তম হাট বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক ওমমান গণি উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের গহিরা এলাকার ইব্রাহিমের ছেলে বলে জানা গেছে।
সূত্র জানায়, আটক ওসমান গণি উপজেলার বটতলী রুস্তম হাট এলাকাসহ নানা জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মার্কিন ডলারসহ অর্থ কালোবাজারের ব্যবসা করে যাচ্ছে। তার কাছে ডলার বিক্রয়ের কোন বৈধ কাগজপত্র কিংবা লাইসেন্স না থাকা সত্ত্বেও সে অবৈধ এই কাজের সাথে লিপ্ত।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর বলেন, চার হাজার ৮০০ মার্কিন ডলার ও নগদ অর্থসহ ওসমান গনি নামের এক অবৈধ ডলার ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।