মো: জয়নাল বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে দুইজনকে ৮০পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ জুন) মধ্যরাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর দিঘীর পাড় এলাকায় মোটর সাইকেল (ফেনী-ল-১১-০৬৭৭) দাঁড় করিয়ে ইয়াবা বিক্রিয় সময় তাদের আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন পোপাদিয়া বিদগ্রামের মৃত অশোক ভঞ্জের ছেলে জয়ন্ত ভঞ্জ অনিক (২৬) ও সৈয়দপুর গ্রামের মো.শাহ আলমের ছেলে মো. ছোটন (৩০)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ((ওসি) মো.আবদুল করিম।