আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া রোড মহাল খাঁন বাজার ও আশেপাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ।
১৫ই জুন মঙ্গলবার বেলা ৩টার সময় উপজেলা
নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) তানভীর হাসান চৌধুরী নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযানে বাজারের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা শাহ হার্ডওয়্যার নামের ১টি দোকান , ভাই ভাই মোটর পার্টস ,১টি চায়ের দোকান , ১টি পানের দোকান , ১টি সিএনজির গ্যারেজ সহ মোট ৫টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
বাজারের ব্যবসায়ি নুরুল আবছার সওদাগর বলেন, বাজারের সরকারি খাস জায়গাগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাজারের আওতায় নিয়ে আসতে পারলে আনোয়ারা উপজেলার মধ্য মহাল খাঁন বাজার একটি সুন্দর কাঁচা বাজার হবে।
এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী অভিযানের বিষয়ে বলেন, মহাল খাঁন বাজারে খাস জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। বাজারের সম্পূর্ণ জায়গা হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত তদারকি করা হবে যেন বাজারের জায়গায় কোন অবৈধ স্থাপনা বসতে না পারে।