রোহিঙ্গা নাগরিককে জন্ম নিবন্ধন সনদ ও ভোটার তালিকায় অন্তরভুক্ত করে এবার দুদকের জালে আটকালেন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলসহ ৬ জন।
আজ মঙ্গলবার (১৫ জুন) দুপুরে দুদকের জেলা সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন এ মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন— ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ৩৯ নম্বর ওয়ার্ডের জন্ম নিবন্ধন সহকারী ফরহাদ হোসাইন, ডবলমুরিং নির্বাচন অফিসের সাবেক ডাটা এন্ট্রি অপারেটর শাহ জামাল, পাঁচলাইশ থানা নির্বাচন অফিসের প্রুফ রিডার উৎফল বড়ুয়া, একই পদের রন্তু বড়ুয়া ও সাবেক পাঁচলাইশ থানা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ।
আসামিদের মধ্যে সরফরাজ কাদের রাসেল ৩৯ নম্বর ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী ও ইপিজেড থানা বিএনপির আহ্বায়কও।
দুদক সূত্র জানায়, ২০১৩ সালের ১৪ জানুয়ারি রোহিঙ্গা ডাকাত নুর আলম ও তার স্ত্রী নুর কাইয়াছ বেগমের জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করেন ৩৯ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল। পরের বছর তারা ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হওয়ার জন্য তারা নির্বাচন কমিশন অফিসে আবেদন করলে সেখানে আসামিরা একে অপরের যোগসাজসে অসৎ উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার আশ্রয়ে ভুয়া পরিচয়, নাম ঠিকানা ব্যবহার করে জন্ম নিবন্ধন সনদ প্রদান ও অবৈধ উপায়ে জাতীয় পরিচয়পত্র তৈরিতে একে অপরের যোগসাজশে স্মার্ট কার্ড প্রদান করেন। এ ঘটনায় আসামিরা দণ্ডবিধি’র ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেও উল্লেখ করা হয় মামলায়।