আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান।
আজ শনিবার (১২ জুন) বিকেলে বিমানবাহিনী প্রধানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব নেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান বিমান বাহিনীর প্রধান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব নিয়েছেন। বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হলেন তিনি। আজই তাকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি দেওয়া হবে।