সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি: কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে এবং করোনা ২য় ডেউ মোকাবেলায় চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ব্যক্তিদের ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ উদ্যোগে আজ বুধবার উপজেলা মাঠে ৪০ জন দুস্থ অসহায়দের মাঝে দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয়।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থবিধি মেনে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব ত্রাণ বিতরণ করেন।
অন্যাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ১ নং ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড়ের মেম্বার চান্দো চাকমা এবং উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ১৫ কেজি চাউল, ৩ কেজি চাউল, ডাল ১ কেজি, সয়াবিন ১ লি ও লবণ ১ কেজি করে তাদের এই মানবিক সহায়তা দেওয়া হয়।