চট্টগ্রাম: চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের এইচএসসি ’৯৩ ব্যাচের বার্ষিক মিলনমেলা আগামী ২ জানুয়ারি চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হবে।
মিলনমেলাকে সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে সোমবার (১ ডিসেম্বর) প্রকাশনা ও রেজিস্ট্রেশন সাব-কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাহিদ হোসেন সুমন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ শোয়েব, আসাদুজ্জামান, চৌধুরী মোহাম্মদ শোয়েবসহ ’৯৩ ব্যাচের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, মিলনমেলাকে স্মরণীয় করে রাখতে প্রকাশিতব্য ‘মহসিনিয়ান ’৯৩ ডিরেক্টরি’তে থাকছে ছবিসহ ৫০০’-এর বেশি প্রাক্তন শিক্ষার্থীর তথ্যভান্ডার, ব্যাচের বিভিন্ন সময়ে ধারণ করা ছবির অ্যালবাম, বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমের বিবরণ, বন্ধুদের লেখা স্মৃতিচারণ, প্রবন্ধ, কবিতা ও অনুপ্রেরণামূলক লেখা, পাশাপাশি সিটি মেয়র, কলেজ প্রিন্সিপাল ও বিশিষ্ট ব্যক্তিবর্গের শুভেচ্ছাবাণী। ডিরেক্টরিতে থাকবে বিজ্ঞাপন ও অন্যান্য তথ্যও।
এইচএসসি ’৯৩ ব্যাচের যেসব প্রাক্তন শিক্ষার্থী ডিরেক্টরিতে নাম, তথ্য ও ছবি যুক্ত করতে আগ্রহী অথবা মিলনমেলায় রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক, তাদেরকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশনা ও রেজিস্ট্রেশন সাব-কমিটির প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ- জাহিদ হোসেন সুমন- ০১৮৩৪-৫৪২২৬৫ ও মোহাম্মদ শাহজাহান- ০১৮১৯-৭৪৩৪১২।
















