‘মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ’-এই বার্তায় গত ১৪ নভেম্বর হতে চট্টগ্রামে শুরু হয়েছে গ্রুপ থিয়েটার উৎসব ২০২৫। চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে ২৫ নভেম্বর পর্যন্ত ১২ দিনব্যাপী উৎসব চলবে।
উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬টায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যে ৭টায় মিলনায়তনে নাটক পরিবেশিত হচ্ছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মিলনায়তনে রয়েছে কথক থিয়েটারের নাটক অস্পৃশ্য। সন্ধ্যা ছয়টায় মুক্তমঞ্চে স্কেচ গ্যালারি নন্দন পরিবেশন করবে মুক্ত নাটক ‘গুপ্তবিদ্যা’।
দুলেন্দ্র ভৌমিকের পাণ্ডুলিপি সম্পাদনা করেছেন শাহরিয়ার হান্নান ও নির্মাণ করেছেন শাহীন চৌধুরী।
কাল্পনিক রাজ পরিষদে এক চোরের বিচারের প্রহসন হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে; যার মূলে রয়েছে সমাজে বৈষম্য ও শাসন ব্যবস্থার দৈন্যতা।
নাটকটিতে অভিনয় করবেন বাপ্পী হায়দার, আশীষ নন্দী, বিকিরণ বড়ুয়া, জানে আলম টিটু, পুষ্পন চৌধুরী, সাদেক ও শাহীন চৌধুরী।
















