বাংলাদেশি চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে নিয়ে সরগরম চলচ্চিত্রপাড়া। একের পর এক নয়া লুক নিয়ে পর্দায় ফিরছেন তিনি। সম্প্রতি তার প্রকাশ পাওয়া আসন্ন চলচ্চিত্র ‘সোলজার’র লুক ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এবার সেই লুকেই জনসম্মুখে এলেন বাংলার কিং খান।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শাকিব। কালো পোশাক ও আর কালো সানগ্লানে তার আগমনের সংবাদ মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের পুরো এলাকায়।
এরপর হাজারও দর্শকের ভিড়। প্রিয় তারকাকে একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে উৎসুক ভক্তরা। উচ্ছ্বসিত দর্শকদের দিকে হাত নেড়ে তাদের ভালোবাসার উত্তর দেন শাকিব খান।
সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ চলচ্চিত্র নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শাকিব। তার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শাকিব-তিশা ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয়ে দেখা যাবে তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমনকে।
প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স’-এর চলচ্চিত্রে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন শাকিব। আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যাকশন-ড্রামা ঘরানার এই চলচ্চিত্র।
















