ভারতের আসামের বাঙালিদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের উদ্যোগে শহীদ মিনারে সমবেত কণ্ঠে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি পরিবেশন করেন ফেডারেশনের সদস্যবৃন্দসহ একদল সংস্কৃতিকর্মী।
এর আগে আসামের বাঙালি অধ্যুষিত শ্রীভূমি জেলার এক কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা’ গানটি গাওয়ার কারণে পুলিশি তদন্তের মুখোমুখি হন এবং তাকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়। বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির প্রতি এই নিষ্ঠুর আঘাতের ঘটনায় আসামসহ ভারতের বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ভারতের বিভিন্ন স্থানে বাঙালিরা যার যার অবস্থান থেকে সমবেত কণ্ঠে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি গেয়ে প্রতিবাদ জানান। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেই বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশনের এই কর্মসূচি পালন করে।
আয়োজনে ফেডারেশনের সভাপতি ও বিশিষ্ট আবৃত্তিশিল্পী মেহেদী হাসান আসামসহ ভারতের সব বাঙালির ভাষা ও সংস্কৃতি চর্চার অধিকারের প্রতি সমর্থন জানিয়ে সর্বস্তরের জনগণকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান।
















